ভান্ডারা ইউনিয়নের বুক চিড়ে বয়ে গেছে একটি মাত্র নদী। সেই নদীটির নাম হলো তুলাই নদী। এই নদীটি বর্ষায় তার পূর্ণ রূপে অবতির্ণ হয়,তবে শীত কালে এটি প্রায় শূকিয়ে যায়। উল্লেখ যোগ্য বিলের মধ্যে মৌলাই বিল নামে একটি বিল। ভান্ডারা ইউনিয়নের পশ্চিম দক্ষিনে ভারত সিমান্তের কাছে বিলটি অবস্থিত। এর আয়তন প্রায় ৫০০০ একর । রামপুর মৌজায়া একটি বিল আছে ।